স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব লেনজাপাড়ায় খোয়াই রেল ব্রীজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবক (২০) এর লাশ উদ্ধার উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। পুলিশ ধারনা করছে হয়তবা ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুও আসল কারন জানা যাবে। এ ব্যাপারে ওসি মোজাম্মেল হক জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে সনাক্ত করার জন্য চেষ্টা চলছে।