স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানা পুলিশ উপজেলা সদরের সোনাই নদীর ব্রীজসলংগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিছ ইয়াবা সহ আব্দুর রহিম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক মোসলেহ উদ্দিন বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করে। এ সময় তার পকেট থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত আব্দুর রহিম উপজেলার ধর্মঘড় দত্তপাড়ার সিরাজ মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চত করে বলেন। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।