প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ এই শ্লোগানে গত ২৫ ও ২৬ এপ্রিল যশোর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশান এর একবিংশতম জাতীয় সম্মেলন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দু’দিন ব্যাপী সম্মেলনে বাংলাদেশের ২১৯টি ফেডারেশানভুক্ত দল অংশগ্রহণ করে । সম্মেলন শেষে বাংলাদেশের সকল নাট্য দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নির্বাহী পরিষদ নির্বাচন। এতে সিলেট বিভাগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হন হবিগঞ্জ জীবন সংকেত নাট্যগোষ্ঠির সভাপতি অনিরুদ্ধ কুমার ধর (শান্তনু), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শায়েস্তাগঞ্জ থিয়েটারের দল প্রধান প্রভাষক জালাল উদ্দিন রুমি, সদস্য নির্বাচিত হন শ্রীমঙ্গল থিয়েটারের সম্পাদক দেলোয়ার হামিদ দিনু ও প্রান্তিক থিয়েটারের সদস্য আব্দুস সহিদ।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা পরিচালক লিয়াকত আলী লাকি দ্বিতীয়বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক নাট্যজন ঝুনা চৌধুরী ও অভিনেতা নাদির চৌধুরী, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন আক্তারুজ্জামান।