স্টাপ রিপোর্টার ॥ খাজা মঈন উদ্দিন চিশ্তী (রঃ) স্বরণে মুড়ারবন্দ দরবার শরীফে ৮ মে দিনব্যাপী পবিত্র ওরস অনুষ্ঠিত হবে।
জানা যায়, উক্ত পবিত্র ওরসে প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার আশেকান ভক্তবৃন্দ পবিত্র ওরসে অংশ গ্রহণ করবে। পবিত্র ওরস সফল করার লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আশেকান ভক্তবৃন্দকে আগামী ৮ মে বৃহস্পতিবার দিনব্যাপী দরবার শরীফে উপস্থিত থাকার জন্যে দাওয়াত জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফের প্রধান মোতাওয়াল্লী গদ্দীনিশীন শাহ্জাদা আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশ্তী সফি।