স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৫ম কার্যকরি পরিষদের নির্বাচনী তফসীল ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭ টার দিকে সমিতির অস্থায়ী কার্যালয়ে তফসীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর আগে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, সমিতির সদস্য সচিব মোজ্জামেল হক, আহ্বায়ক কমিটির সদস্য অসিত বরণ দাস মন্টু, সিতার আহমেদ, সহকারি নির্বাচন কর্মকর্তা মঈনুল হাসান রতন, প্রভাষক দীপক চন্দ্র রায়, মোঃ মহিবুর রহমান, আলী হায়দার সেলিম ও সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।