আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মৎস্য বিভাগের উদ্যোগে মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তিকরণ কার্যক্রমের আওতায় বুধবার সকালে সোনাই নদী, খাষ্টি নদী সহ পার্শ্ববর্তী প্লাবন ভূমিতে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ওই দিন বিভিন্ন জাতের ১১শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা বেগম শেলী, ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক, মৎস্যজীবি সুনিল দাস সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।