স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ থেকে দু’বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জলিল (৩০) কে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র। গতকাল শনিবার ভোররাতে সদর থানার এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে জলিলকে আটক করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি মামলায় ২ বছরের স্ব-শ্রম সাজা প্রদান করা হয়। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গতকাল ওই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরন করে।