চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রায় ২০ লাখ টাকার চোরাই চা পাতা ও ভারতীয় টায়ার আটক করা হয়েছে। শুক্রবার সকালে খোয়াই নদী থেকে ভাসমান অবস্থায় ওই চোরাই মালামাল আটক করে বিজিবি। আটক চা পাতার বিরাট একটি অংশ লুটপাট হয়েছে। সীমান্ত সুত্র জানায়, ভারত থেকে চোরাই পথে আনা ২শ বস্তা চা পাতা ও ৫০টি টায়ার বাল্লা সীমান্তের দুধপাতিল এলাকাতে পাচারের উদ্দেশ্যে ট্রাকে ভর্তি করা হচ্ছিলো। এ সময় ডিবি পুলিশের টহল বাহিনীর অবস্থান টের পেয়ে চোরা কারবারীরা সেই পণ্য পাশের খোয়াই নদীতে ভেলায় ভাসিয়ে নিয়ে আসে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও এলাকাতে। এখানে বখরাখোরের সাথে চোরাকারবারীদের টাকা পয়সার দেনদেন নিয়ে ঝগড়া বাধে। এক সময় সেই মালামাল আবারো খোয়াই নদীতে ভাসিয়ে দেয় চোরাকারবারীরা। এরই মাঝে বিষয়টি চলে যায় বাল্লা বিজিবি’র কানে। খবর পেয়ে বাল্লা বিজিবি’র সুবেদার হাবিবুর রহমান একদল বিজিবি সদস্য নিয়ে বনগাও কোটবাড়ি এলাকাতে অভিযান চালিয়ে খোয়াই নদীতে ভাসমান অবস্থায় প্রায় ১শ বস্তা চা পাতা ও ৪৯ টি মোটর যানের টায়ার উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। চোরাকারবারী সুত্র জানায়, বিজিবি তাদের ১শ বস্তা চা পাতা ও ৪৯ টি টায়ার আটক করেছে এবং বাকি ১শ বস্তা চা পাতা স্থানীয় লোকজন লুুটপাট করে নিয়ে গেছে। সুবেদার হাবিব এ রিপোর্ট তৈরীর সময় জানান, আটক চা পাতার জব্দ তালিকা এখনো করা শেষ হয়নি তবে ১শ বস্তা চা পাতা হতে পারে বলে তিনি ধারনা করছেন।