স্টাফ রিপোর্টার ॥ ‘ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে’ এ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে পালিত হলো বিশ^ পর্যটন দিবস-২০১৯। দিবসটি উপলে সকালে জেলা প্রশাসনের নিমতলা থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদণি করে একই স্থানে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম প্রমুখ। পরে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার।
সভায় বিশ^ পর্যটন দিবস-২০১৯ উপলে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক। এতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক উপস্থিত ছিলেন।