প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর সভার গাড়ি চালক স্বপন রবিদাসের মা ও স্বর্গীয় ভক্ত রবিদাসের স্ত্রী সোনিয়া রবিদাস পরলোকগমন করেছেন। গত বৃহস্পতিবার দুপুর ১২ টা ৪০ মিনিটে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাশ ত্যাগ করেন। পরে পৌর শ্মশানঘাটে মুখ অগ্নি দিয়ে স্বর্গীয়ার সমাধি করা হয়। মৃতুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ইহকালে ৪ পুত্র ও ২ কন্যা সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুন গাহী রেখেছেন। এদিকে, সোনিয়া রবিদাসের পরলোকগমনে হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন। পত্রিকা পদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দরা স্বর্গীয়ার আত্মার শান্তি ও স্বর্গনিবাস কামনা করেন।