স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের বিভিন্ন ফুলের বাগান ও আগাছা পরিস্কার করেছেন বিডি ক্লিন বাংলাদেশ হবিগঞ্জের সদস্যরা। গতকাল শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওই হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনোলজিষ্ট ইমতিয়াজ আহমেদ তুহিনের তত্ত্বাবধায়নে প্রায় অর্ধ-শতাধিক সদস্যরা এ কাজে অংশ গ্রহন করেন। এ পরিচ্ছন্ন অভিযানকে স্বাগত জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী-স্বজনরা।