নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সিএনজি ও রিক্সার মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় ওই গর্ভবতী মহিলাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর নামকস্থানে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী সুমি বেগম (২২), ও তার স্বামী ইদ্রিস মিয়া (২৪), গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমি বেগমকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।