বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে হাইওয়ে পুলিশ ও সিএনজি অটোরিকশা শ্রমিকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাইওয়ে থানার ৭ পুলিশসহ উভয় পক্ষে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মিরপুর বাজার বিশ্বরোড পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন-শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি লিয়াকত হোসেন, এসআই মাসুক মিয়া, এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল মো: রিফাত, আমিনুল হোসনে, রফিকুল ইসলাম, নিশান কান্ত দেব। তাদের হবগিঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সিএনজি অটোরিকশা শ্রমিকদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় শ্রমিকদের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে বেশ কিছুদিন ধরে চলন্ত গাড়ীতে লাঠি ও ইটপাটকেল দিয়ে হামলা করে গাড়ী ভাংচুর করে বাঁধা দিয়ে আসছিল হাইওয়ে থানা পুলিশ। এরই ধারাবাহকিতায় বৃহস্পতিবার দুপুরে মিরপুর বাজারের বিশ্বরোড পয়েন্টে দুটি সিএনজি অটোরিকশা লাঠি দিয়ে হামলা করে ভাংচুর এবং আটক করে হাইওয়ে থানা পুলিশ। সিএনজি অটোরক্সিা ভাংচুর করে আটক করার খবরটি স্থানীয় শ্রমকিদের মধ্যে জানাজানি হলে শ্রমিকরা জড়ো হয়ে পুলিশের কাছ থেকে সিএনজি অটোরিকশা ছাড়িয়ে নিতে গিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাঁধে। এতে ৭ পুলিশ সদস্য সহ অন্ততঃ ২০ জন আহত হন। শেষ পর্যন্ত হাইওয়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে আহতদের চিকিৎসা দিতে হবিগঞ্জ আধুনকি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বাহুবল অটোরিকশা শ্রমিক ইউনয়িনের সভাপতি জয়নাল আবেদীন বলেন, গাড়ী ভাংচুর করে সিএনজি অটোরিকশা আটক করে থাকলেও পুলিশের ওপর হামলা করে শ্রমিকরা মারাত্মক অন্যায় করেছে। এর জবাব দেয়ার মতো ভাষা আমার জানা নেই।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত হোসেনকে বার বার ফোন দিয়ে পাওয়া যায়নি।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান সংঘর্ষে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিতে ব্যস্ত থাকায় কতজন পুলিশ আহত হয়েছেন তা জানতে পারিনি।