বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব ॥ ফ্যাসিস্ট শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে নবীগঞ্জে কনকর্ড প্রগতী কনসোর্টিয়াম লিমিটেডের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঢাকা গাউছিয়ায় ভুবেন মিলে দূর্ঘটনায় নবীগঞ্জের যুবক শেখ দিলাবর রহমান মৃত্যুর সাথে লড়াই করছে নবীগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন চুনারুঘাটের গাজীপুরের ডুলনা গ্রামে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু শিবির অনুষ্ঠিত ওয়েডিং ফটোগ্রাফার’স অব হবিগঞ্জের কমিটি গঠন শহরে আমোদ ফূর্তিকালে জনতার হাতে যুবক-যুবতী আটক বাহুবলের আকিজ কোম্পানীতে গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত ৪ মাধবপুরে দেড় মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আগামীকাল মহালয়া

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল শনিবার মহালয়া। শারদ উৎসবের সাথে মহালয়া বার্তা যেন আগাম আনন্দ অনুভূতির আবেশ তোলে। ভোর সকালে শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চন্ডী পাঠ যেন মনে স্বর্গীয় ভাব জাগ্রত করে।
দেবী দূর্গা অসবেন তার পিত্রালয়ে (পৃথিবীতে)। তার সাথে থাকবেন দুই পুত্র কার্তিক, গনেশসহ শিব, লক্ষী, সরস্বতী, অসুর, সিংহ, মহিষ ও সর্প। তার পদভারে মুখরীত হবে ধরনী, অকাশ, বাতাস, জল ও সকল প্রাণী। দেবী দূর্গাকে বরণ করে নিতে পূজো মন্ডপগুলোতে চলছে ব্যাপক আয়োজন। কারিগরেরা তাদের নিপুন হাতের মহিমায় মাটির প্রতিমায় দেবীকে ফুটিয়ে তুলতে রাত ভর কাজ করে যাচ্ছে।
হিন্দু শাস্ত্রীয় মতে, দেবী দূর্গার আগমন হয় মহালয়ের মাধ্যমে। দেবী পক্ষ ও পিতৃ পক্ষের মিলনের সময়কে মহালয় বলা হয়ে থাকে। বাংলা ভাষার তাৎপর্য অনুযায়ী মহা অর্থ “বৃহৎ” আর আলয় শব্দের অর্থ “আশ্রয়স্থল”। ভগবানের সৃষ্টি বৃহৎ আশ্রয়স্থলকেই মহালয় বলা হয়ে থাকে। এর সাথে শ্রী শ্রী চন্ডীর যোগসাজ রয়েছে। বাংলা নববর্ষের পঞ্জিকা অনুসারে ১২টা পূর্নিমা ও ১২ টা অমাবস্যা রয়েছে। এগুলোর মধ্যে তিনটা উল্লেখযোগ্য যথা আলেক, দীপাবলী ও মহালয়াম।
দেবী দূর্গা হিমালয়ের সুউচ্চ শিখরে আশ্বিন মাসের কৃষ্ণ চর্তুদশী তিথিতে মহর্ষি কাত্যায়নের আশ্রমে দেবীর আবির্ভাব হয়। চন্দ্র, সূর্য ও অগ্নি যার তিনটি চক্ষু তিনিই ত্রিনয়না। সকল দেবতাদের শরীর হতে তেজোরাশি একত্র হয়ে এক অপূর্ব নারী ধারন করেন দেবী দূর্গা। যা বিভিন্ন দেবতার প্রদত্ত শক্তির রূপ। গিরিবাজ হিমালয় দেবীর বাহন স্বরুপ দেন সিংহ। মহিষাসুরকে নিধন করে তিনি মহিষমর্দিনী আবার দুর্গম নামের অসুরকে বধ করে তিনি দেবী দূর্গা। অষ্টমী ও নবমীর সংযোগ সময়ের তিনি চামুন্ডা নামে সন্ধি পূজায় পূজিত হন। আবার বিজয়া দশমীতে অপরাজিতা নামে পূজিত হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com