স্টাফ রিপোর্টার ॥ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় তারা এ মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাজিদা বেগম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান প্রমুখ।