স্টাফ রিপোর্টার ॥ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাসুক মিয়া (৫০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাহিদ মিয়া ও জুয়েল সরকারের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের একটি আবাসিক হোটেল থেকে র্যাবের সহযোগীতায় গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার চাঁনপুর গ্রামের আবু মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় হবিগঞ্জের দায়রা জজ আদালত থেকে যাবজ্জীবনের সাজা পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিল।