প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়োজিত শেভরণ বাংলাদেশের অর্থায়নে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে গতকাল বুধবার দুপুরে একটি ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১-(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্টানের গভর্ণিং বডির সভাপতি সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বক্তব্য রাখেন বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়োজিত শেভরণ বাংলাদেশের পরিচালক এক্সটার্নাল এ্যাফেয়ার্স ডাইরেক্টও নাছের আহমেদ, এনগেজমেন্ট ম্যানেজার মলয় সরকার, ম্যানেজার এক্সটার্নেল অফিসার ওবায়দুল্লাহ আল এজাজ, অপারেশন ডাইরেক্টর গর্ডন মুরে, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আমীন, জয়নাল আবেদীন খান প্রমুখ।