স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার তাউসী এলাকায় টমটমের চাপায় মর্তুজ আলী (৬৫) নামে এক চিরকুমারের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত ওয়াদ উল্লার পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় ওই সড়কে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, মর্তুজ আলী তাউসী তার বোনের বাড়িতে বেড়াতে গেলে সড়ক পারাপারের সময় একটি টমটম তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তার বোনের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সদর থানার এসআই এসএম আতাউর রহমান লাশের সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরন করেন।