স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কর্মরত সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরীকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এমএ হালিম, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি মাসুদ আলী চৌধুরী ফরহাদ, ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, সময় টিভির হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খান, দৈনিক খোয়াই’এর সিনিয়র স্টাফ রির্পোটার জুয়েল চৌধুরী, দৈনিক লোকালয় বার্তা’র স্টাফ রিপোর্টার তারেক হাবিব, সাংবাদিক সিরাজুল ইসলাম জিবন, দৈনিক সংবাদের প্রতিনিধি এম শাহ আলম, প্রভাকার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান প্রমুখ।