বিশেষ প্রতিনিধি ॥ চুনারুঘাটের গুলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হালচাল নিয়ে আতংক, উৎকন্ঠা-উদ্বেগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। ত্রিমুখি দ্বন্ধ চলছে এখানে। শিশুরা চরম নিরাপত্তাহীন। শিক্ষকরা পাঠদানে অমনোযোগী হয়ে পড়েছেন। চরম বিরোধ শিক্ষক, রাজনীতিবিদ ও জমিদাতাদের মাঝে এখন। শিক্ষকের মামলায় জমিদাতা সদস্য আব্দুল হামিদ ফুল মিয়া কারাগারে। স্কুলের পিয়ন জুয়েলকেও গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। বিদ্যালয়ে পাঠদান নেই। শিক্ষকরা মামলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এক বিচ্ছিরি কাণ্ড চলছে ওই বিদ্যালয়ে।
ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর। ওইদিন সকাল প্রায় ১০ টায় স্কুল ভবনে পাকঘর নির্মাণ, স্লিপের টাকার যথাযথ ব্যবহার না করা এবং পাঠদানে শিক্ষকদের অবহেলার প্রতিবাদ করা নিয়ে বিদ্যালয়ের প্রভাবশালী প্রধান শিক্ষক শাহিনা খাতুনের সাথে জমিদাতা আঃ হামিদ ফুল মিয়ার মতবিরোধ দেখা দেয়। এক সময় মত বিরোধটি চরম আকার ধারন করে। জমিদাতা সদস্য ফুল মিয়া শিক্ষককে গালমন্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন প্রধান শিক্ষক। একে অপরকে দেখে নেয়ার হুমকী দেন। ঘটনার প্রায় ১ ঘণ্টা পর ফুল মিয়া সেই শিক্ষকের উগ্রতার বিচার চাইতে উপজেলা নির্বাহী কর্মকতার অফিসে উপস্থিত হয়ে বিস্তারিত ঘটনা অবহিত করেন। এরই মাঝে প্রধান শিক্ষক শাহিনা খাতুন হাসপাতালে কাগজে কলমে ভর্তি হয়ে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, খেলোয়ার কল্যান সমিতির সভাপতি আনোয়ার আলী, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিমাংশা করে নেয়ার প্রস্তাব দেন। কিন্তু শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব দিলে সমঝোতা সভা পণ্ড হয়ে যায়। এরপর প্রধান শিক্ষক শাহিনা খাতুন চুনারুঘাট হাসপাতালের বেডে চলে যান। এ ফাঁকে মামলার প্রস্তুতি চলে। কিন্তু জমিদাতা সদস্য ফুল মিয়া উপজেলা পরিষদ কক্ষে বসে আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে গল্প গুজবে মত্ত হন। বেলা প্রায় দেড়টার সময় পুলিশ ফুল মিয়াকে উপজেলা পরিষদ ভবন থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তিনি এখন জেলের ঘানি টানছেন। এলাকাবাসি জানান, গুলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষক শাহিনা খাতুন রান্না ঘর স্থাপন করে রীতিমতো খাবার দাবারের হোটেলে পরিণত করেন। বিষয়টি নিয়ে এলাকাবাসির মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় ওই দিনই চুনারুঘাট থানায় ফুল মিয়ার বয়স কম দেখিয়ে মামলা টুকেন প্রধান শিক্ষক শাহিনা খাতুন। এ মামলায় বিদ্যালয়ের অফিস সহাকারী জুয়েল মিয়া ও কাজল মিয়াকে আসামী করা হয়। পুলিশ মামলাটি এফআইর মূলে রেকর্ড করে এবং ফুল মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। ফুল মিয়ার কন্যা জেসমিন সুলতানা বলেন, তার বাবার বয়স ৭৫ বছর। তিনি হার্ট এবং ডায়াবেটিসের রোগী। স্কুলটি তাদের জমিতেই প্রতিষ্টিত। সে হিসেবে বিদ্যালয়ের পড়াশুনা নিয়ে তার বাবা সব সময় সোচ্ছার থাকেন। ঘটনার দিন চরম অসুস্থ অবস্থায় তার বাবা ফুল মিয়া বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয় ভবনে রান্না ঘর স্থাপনের কারন জানতে চান। এতে প্রধান শিক্ষক চরমভাবে তার বাবাকে অপমান করেন। জেসমিন বলেন, তার বাবা একজন পরোপকারী মানুষ। তিনি মানুষের হাকে ডাকে সব সময় উপস্থিত থাকেন। ওই শিক্ষিকা তার বাবাকে শুধু মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন এমন নয়, ভুয়া মেজর হিসেবে মামলায় উল্লেখ করে মানহানী ঘটিয়েছেন। তিনি এ ব্যাপারে মানহানী মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গুলগাও বিদ্যালয়টিকে হীন রাজনীতির হাত থেকে বাাঁচাতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন অনেকে।