স্টাফ রির্পোটার ॥ মাধবপুরে মহিলাদেরকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙখার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে। এ ঘটনায় শশি বানু বাদী হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোর রাত অনুমান সাড়ে ৩টায় ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে নুর আল আমীনের ঘরের দরজা ভেঙ্গে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে অস্ত্রের মুখে মহিলাদের জিম্মি করে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা, ২টি মোবাইল ও স্বর্ণালংখার ছিনিয়ে নেয়। এ ঘটনায় নুর আল আমীনের মা শশিবানু বাদী হয়ে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী শশি বানু জানান, ৬/৭ জনের দলটি ঘরের ভিতর প্রবেশ করে আমাদেরকে জিম্মি করে মালামাল লুটে নেয়।