বানিয়াচং প্রতিনিধি ॥ গ্রাহক পর্যায়ে সঠিক সময়ে বিল না পৌছানো, দাপ্তরিক কাজে গাফিলতি, কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত, অসদাচরণ, আর্থিক অনিয়ম, গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ও দায়িত্ব পালনে অবহেলা করায় বানিয়াচং পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ১ কর্মকর্তাকে চাকুরী থেকে অব্যাহতি ও ১০জন কর্মকর্তার প্রত্যেকের একদিনের বেতন কর্তন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের কথা সাংবাদিকদের জানিয়েছেন সমিতির ডিজিএম প্রকৌশলী আমজাদ হোসেন। তিনি জানান, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির বানিয়াচং জোনাল অফিসের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তি ভিত্তিক) সাইকুল ইসলাম বানিয়াচঙ্গের সিকান্দরপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী সত্যেন্দ্র দেবনাথের নামে এক সপ্তাহের মধ্যে নতুন মিটার স্থাপনের কথা বলে দুই হাজার টাকা এবং আনুসাঙ্গিক কাগজপত্র নিলেও সংযোগ প্রদান করেননি। এমনকি মোবাইলে সে আরো ১ হাজার টাকা দাবি করে। সংযোগ না পেয়ে ওই ব্যক্তি পরবর্তীতে বানিয়াচং জোনাল অফিসে সাইকুল ইসলামের নামে লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি এর সত্যতা পান।
শৃংখলা ভঙ্গ এবং দায়িত্ব পালনে অবহেলার দায়ে বানিয়াচং জোনাল অফিসের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ আজমত আলী, মোঃ সিরাজুল ইসলাম, মো: আব্দুর কাদির, মো: আবুল কাশেম, মো: মশিউর রহমান, মো: আব্দুল মান্নান, মো: আবু হানিফ, মো: ছায়েদুর রহমান ও আব্দুল মজিদকে তাদের এক দিনের বেতন কর্তন করেছেন সিনিয়র জেনারেল ম্যানেজার মো: মোতাহের হোসেন।