প্রেস বিজ্ঞপ্তি ॥ সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জ উপজেলা ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সদস্য ছাইদুর রহমান (কোড নং-১৪৫২)’কে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সে নবীগঞ্জ সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত তোতা মিয়া’র পুত্র।
উপজেলা ট্রাক ও ট্র্যাংক লরী শ্রমিক ইউনিয়নের এক জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে ছাইদুরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। নবীগঞ্জ উপজেলার ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সভাপতি রায়হান মিয়া ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে গতকাল বুধবার সমিতির সদস্য ছাইদুর রহমান (কোড নং-১৪৫২)কে সাময়িক বহিষ্কার করা হয়। নোটিশে উল্লেখ করা হয় নবীগঞ্জ উপজেলার ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সদস্য ছাইদুর রহমান সংগঠনের নিয়মনীতি উপেক্ষা করে গত ২৩ সেপ্টেম্বর রাত ৭টার দিকে ১০/১১ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিক সংগঠনের সদস্য বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের পুত্র সেলিম মিয়ার উপর হামলা চালিয়ে তাকে বেধরক মারপিট করে। এ সময় সেলিম মিয়াকে রক্ষায় সংগঠনের সদস্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারপিট করে। এ ঘটনায় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ছাইদুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে উক্ত সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।