বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বলেছেন, মুসলমানদের পাশাপাশি হিন্দু বিয়েও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে বাহুবল উপজেলায় সকল হিন্দু বিয়ে নিবন্ধন করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বুধবার বেলা ১১টায় হিন্দু বিয়ে রেজিস্ট্রেশন সংক্রান্ত অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, হিন্দু নারীদের বিয়ে সংক্রান্ত প্রতারণা বন্ধ, দালিলিক প্রমাণ সৃষ্টি ও নারীদের আইনি সুরা প্রদানের উদ্দেশ্যে সরকার ‘হিন্দু বিবাহ নিবন্ধন আইন’ করেছে। সকলকে এ আইনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাহুবল অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল কুমার দাস, উপজেলা সাব-রেজিস্ট্রার শেখ আব্দুস সামাদ আজাদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবির, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা তথ্য অফিসার জয়া সাহা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিংকু দাস, শ্রীহ্ট্ট ব্রাহ্মণ পরিষদ বাহুবল উপজেলা শাখার সহ-সভাপতি বামদেব ভট্টাচার্য্য, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ বাহুবল উপজেলা শাখার সভাপতি নীহার রঞ্জন দেব, বাহুবল পুজা উদযাপন পরিষদ সহ-সভাপতি বিকাশ দেব, হিন্দু বিবাহ নিবন্ধক স্বপন পাল, মিহির বণিক, করুণাময় পাল, বিকাশ দাস, শিক্ষক অমল কুমার ভট্টাচার্য্য ও শশাঙ্ক দাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ ভট্টাচার্য্য।