প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র সহ- সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল আজ বৃহস্পতিবার হবিগঞ্জ আসছেন। বিকাল ৪টায় আর ডি হল প্রাঙ্গণে পুরাতন খোয়াই নদী দখলমুক্ত, সীমানা চিহ্নিতকরণ ও জলাবদ্ধতা দূরীকরণের দাবীতে আয়োজিত গণসমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এই সমাবেশের আয়োজন করেছে। উক্ত সমাবেশে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য উভয় সংগঠনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।