স্টাফ রিপোর্টার ॥ শহরের আধুনিক স্টেডিয়ামে অভিযান চালিয়ে পুলিশ কতেক বিপথগামী যুবককে আটক করেছে। অবশ্য পরে মুচলেখা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। পুরিম সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে এসআই পলাশ চন্দ্র দাস-এর নেতেৃত্বে একদল পুলিশ গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে আধুনিক ষ্টেডিয়ামে অভিযান চালায়। এ সময় শহরতলীর বহুলা গ্রামের মৃত শাহানুর মিয়ার পুত্র মজিব রহমান (১৮), রিচি গ্রামের আলাউদ্দিনের পুত্র সাগর মিয়া (১৭), সুলতান মামদপুর গ্রামের আব্দুল করিমের পুত্র নাফিজ মিয়া (১৮), রিচি গ্রামের আব্দুল আলীর পুত্র আলিফ মিয়া (১৮), চুনারুঘাট উপজেলার সতং বাজারের আরজু মিয়ার পুত্র আল-আমিন (১৯) ও হলহলিয়া গ্রামের খলিল মিয়ার পুত্র সাইফুল (২০) কে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা তাদের সাথে বিপথগামী যুবতীরা সটকে পরে।
ওসি মাসুক আলী জানান, স্টেডিয়াম এলাকায় ইতিপূর্বে আরও অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।