চুনারুঘাট প্রতিনিধি ॥ স্কুল ভবনেই রান্নাঘর। এখানেই রান্না বান্না করা হয়। দুপুরের খাবার, চা তৈরী সেই রান্না ঘরেই করে থাকেন শিক্ষকরা। রান্নায় সময় সময় সহায়তা করে শিক্ষার্থীরা। ঘটনাটি চুনারুঘাট সদর ইউনিয়নের গুলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। রান্না ঘর স্থাপনের প্রতিবাদ করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি, ভুমি দাতা, আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়া। এ নিয়ে উভয়ের মধ্যে হট্টগোলের ঘটনায় প্রধান শিক্ষিকা মামলা দায়ের শাহিনা খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় পুলিশ ফুল মিয়াকে গ্রেফতার করেছে।
এলাকাবাসি জানান, গুলগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষক শাহিনা খাতুন স্কুল ভবনে রান্না ঘর স্থাপন করেন। বিষয়টি নিয়ে এলাকাবাসির মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। গত ১৯ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি, ভুমি দাতা, আওয়ামীলীগ চুনারুঘাট উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়া বিদ্যালয়ে উপস্থিত হয়ে স্কুল ভবনে রান্না ঘর স্থাপনের কারন জানতে চান। এ নিয়ে প্রধান শিক্ষক শাহিনা খাতুনের সাথে ফুল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এলাকার লোকজন জড়ো হয়ে উভয় পক্ষকে শান্ত করেন। এ নিয়ে শিক্ষকদের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং প্রধান শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিনই প্রধান শিক্ষক শাহিনা খাতুন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় একই গ্রামের জুয়েল মিয়া ও কাজল মিয়াকে আসামী করা হয়। পুলিশ ওই মামলায় ফুল মিয়াকে আটক করে।
ফুল মিয়া কন্যা জেসমিন সুলতানা বলেন, তার বাবার বয়স ৭৫ বছর। তিনি হার্ট এবং ডায়াবেটিসের রোগী। স্কুলটি তাদের জমিতেই প্রতিষ্ঠিত। সে হিসেবে বিদ্যালয়ের পড়াশুনা নিয়ে তার বাবা সব সময় সোচ্ছার থাকেন। ঘটনার দিন তার বাবা ফুল মিয়া বিদ্যালয় ভবনে রান্না ঘর স্থাপনের কারন জানতে চাইলে প্রধান শিক্ষক চরমভাবে তার বাবাকে অপমান করেন। এর প্রতিকার চাইতে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা অফিসে গেলে তাকে সেখান থেকে আটক করে পুলিশ। জেসমিন বলেন, ওই শিক্ষিকা তার বাবাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন এবং ভুয়া মেজর হিসেবে মামলায় উল্লেখ করে মানহানী ঘটিয়েছেন। তিনি এ ব্যাপারে মানহানী মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান। জেসমিন মামলার নিরপেক্ষ তদন্ত দাবী করেছেন।