স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনা আবারও চলে আসছে দখলবাজদের নিয়ন্ত্রণে। ভাঙ্গার পর এসব জায়গাগুলোকে অকেজো খোলা রাখায় সহজেই দখলদাররা পূনরায় সেখানে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি জেলা প্রশাসন ও সড়ক বিভাগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসব স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু গত কয়েকদিন ধরে নতুন বাস টার্মিনাল থেকে শুরু করে চাষী বাজার হয়ে সুলতান মাহমুদপুর শেষ মাথায় দু’দিক, আনোয়ারপুর বাইপাস সড়ক এলাকায় ব্যাঙের ছাতার মত আবারও তীরপাল এবং টিনের চাপ্টা নির্মাণ করে দখলে নিয়েছে।