স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও ভাষা সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ করতে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির তার নির্বাচনী এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। এ ব্যাপারে তিনি অনেক প্রতিষ্ঠানকে নিজে অনুদান প্রদান করেন। তার আহবানে সারা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, ইউনিয়ন পরিষদ ও ব্যক্তি উদ্যোগেও অনেকে এগিয়ে আসেন। ফলে অল্প সময়ের মাঝেই হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ হয়েছে। আজ সকালে বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এক যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির।
হবিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আজ হবিগঞ্জ সদর উপজেলার ১১৫টি এবং শায়েস্তাগঞ্জ উপজেলার ২৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্যদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেড় হাজার শিক্ষক ও পরিচালনা পর্যদের নেতৃবৃন্দের মিলন মেলা হবে এই অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক এ কে এম সাফায়েত আলম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করবেন হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হাসান রুবেল। পরিচালনা করবেন হবিগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ।