প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার পূজা উদযাপন পরিষদ ও পূজামন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। রবিবার সকালে পৌর ভবনের সভাকক্ষে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, ‘দুর্গাপূজা সার্বজনীন উৎসব। আসন্ন দুর্গাপূজাকে আরো সুন্দর, উৎসবমুখর ও সফল করে তোলতে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।’ তিনি বলেন ‘ইতিমধ্যে হবিগঞ্জ পৌর এলাকার ৩৪ টি সার্বজনীন পূজা মন্ডপ ও ৫ টি ব্যক্তিগত পূজা মন্ডপকে ঘিরে পৌরসভা তার কর্মকান্ড শুরু করে দিয়েছে।’ মেয়র মিজানুর রহমান মিজান বলেন ‘হবিগঞ্জের মানুষ অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী। আমরা সকল ধর্মের মানুষের মিলিত প্রচেষ্টায় হবিগঞ্জ শহরকে গ্রীন, ক্লীন শহর হিসেবে গড়ে তোলতে চাই। আর সে লক্ষ্যে ইতিমধ্যে দিন-রাতে পরিচ্ছন্নতা অভিযান, ডাষ্টবিন স্থাপনসহ নানা কর্মকান্ড পরিচালিত হচ্ছে। আমরা আশাকরি সকলের আন্তরিক প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা আরো সুন্দর, শান্তিপূর্ন ও উৎসবমুখর হয়ে উঠবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, পৌর কমিটির সভাপতি পার্থ প্রতীম দাশসহ পূজা উদযাপন কমিটি ও পূজা মন্ডপসমূহের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদসহ কর্মর্কতাবৃন্দ। বক্তারা শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে মেয়র মিজানুর রহমান মিজানসহ পৌরপরিষদের নেয়া উদ্যোগগুলোকে স্বাগত জানান।