নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে অনুষ্টিত হলো “আত্মার আত্মীয় পাগলা গ্র“প’র বাৎসরিক মিলন মেলা। ২১ সেপ্টেম্বর নালুয়া চা বাগানের নান্দনিক দুমদুমিয়া লেকে মিলন মেলার আয়োজন করা হয়। দুমদুমিয়া লেককে ফকির লালন সাই, হাসন রাজা, রাধারমন দত্ত, হেমাঙ্গ বিশ্বাস ও বাউল শাহ আঃ করিমের জীবনী শীর্ষক ব্যানার দিয়ে সাজানো হয়। ব্যতিক্রমী পাগলা মেলা উপভোগ করতে উপস্থিত হয়েছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী ও তার পরিবার, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামীম আহম্মদ ও তার পরিবার ও মিরাশি ইউপি চেয়ারম্যান রমিজ আলী ও তার পরিবার, শিক্ষা কর্মকর্তা খুর্শেদ আলম, পুলিশ কর্মকর্তা শহিদুল আলম, বিজিবি কর্মকর্তা সেলিম উদ্দিন, নালুয়া চা বাগান ব্যবস্থাপক, শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন, ধামালী সভাপতি এডঃ মোস্তাক বাহার, শব্দকথা’র সম্পাদক মনসুর আহম্মদ, করাঙ্গী সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি মানিক সরকার, পৌর কাউন্সিলর আঃ হান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রহমান আজাদ, তাঁতীলীগ সভাপতি মিজানুর রহমান বাবুল, ইউপি সদস্য দুলাল ভুইয়া, শফিকুর রহমান শাফু, নটবর রুদপাল, মাখন গোস্বামী, সাংবাদিক মীর জুবায়ের আলম, জিলানী আখঞ্জী, লেখক, কবি, শিক্ষক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চা শ্রমিকসহ নানান পেশার মানুষ। দুমদুমিয়া লেকের সবুজ মাঠে যে যার মতো করে দুপুরের খাবার গ্রহন করার পর অনুষ্ঠিত হয় লোকজ সংগীত অনুষ্ঠান। মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি নুরুল আমিনের পরিচালনায় ওই সংগীত অনুষ্টানে গান পরিবেশন করেন আলমগীর চৌধুরী, শ্যামল দেবসহ স্থানীয় শিল্পীবৃন্দ। অতিথিরা তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, চা বাগানের অভ্যন্তরে এমন জমজমাট অনুষ্ঠান এই প্রথম। অনুষ্ঠানের আয়োজকরা নতুন কিছু উপহার দিয়েছেন যা উপভোগ করে তারা অভিভুত। অপরদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ফোনে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, জাত পাগলাদের আগামী অনুষ্টান থেকে যেনো তাকে বঞ্চিত করা না হয়। তিনি সেই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নন একজন মোহাম্মদ মাহবুব আলী হিসেবে উপস্থিত থেকে সারা দিন হৈ হল্লোর করে সময় কাটাতে চান।