প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌরবাসীর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা সামনে রেখে হবিগঞ্জে প্রথমবারের মতো মিনি পার্লামেন্ট “কেমন পৌরসভা চাই” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সামাজিক সংগঠন ‘সন্ধান’ হবিগঞ্জ পৌর টাউন হলে এ পার্লামেন্ট এর আয়োজন করে।
পার্লামেন্টের প্রধান আলোচ্য বিষয় ছিল পৌরসভার জলাবদ্ধতা, যৌন হয়রানি রোধ, রাস্তাঘাট মেরামত, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং, পৌরসভার রাস্তাগুলোর প্রশস্থতা বাড়ানো, রাস্তার দুই পাশের ড্রেন মেরামত, ফুটপাত দখলমুক্ত করা, পৌরসভা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা এবং টমটমসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
এতে আলোচনায় অংশ নেয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জে কে এন্ড এইচ কে হাই স্কুল, হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষার্থীরা।
পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করেন সৈয়দা মাহবুবা বিথী। ডেপুটি স্পিকার ছিলেন সামিয়া ইসলাম জেরিন ও ইশতিয়াক ওয়াসি।
পার্লামেন্ট অধিবেশন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সুধাংশু কুমার ভট্টাচার্য। এতে সভাপতিত্ব করেন সন্ধান সভাপতি মাহবুবুর রহমান হাসান।