প্রেস বিজ্ঞপ্তি ॥ পুরাতন খোয়াই নদী দখলমুক্ত, সীমানা চিহ্নিতকরণ ও জলাবদ্ধতা দূরীকরণের দাবীতে আজ বৃহস্পতিবারের গণসমাবেশকে কেন্দ্র করে গতকাল বুধবার হবিগঞ্জ শহরে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রচার মিছিল শেষে বিকেলে আর ডি হল প্রাঙ্গণে পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সভাপতি এডভোকেট আলাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মু: ইকরামুল ওয়াদুদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি হবিগঞ্জ শাখার সভাপতি মুজিবুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল, সাবেক কমিশনার মোঃ সামছু মিয়া, অনুপ কুমার দেব মনা, আহসানুল হক সুজা, বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সৈয়দ মুশফিক আহমেদ, আব্দুল খালেক টেনু, রুবেল চৌধুরী, আব্দুর রকিব রনি প্রমুখ।