স্টাফ রিপোর্টার ॥ আজ সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়ার ৮৩ তম জন্ম বার্ষিকী। তার হত্যাকান্ডের ৯ বছরেরও বেশী সময় অতিবাহিত হলেও এখনও বিচার কাজের কোন অগ্রগতি হয়নি। বৈদ্যার বাজারে গ্রেণেড হামলায় মারাত্বকভাবে আহত হওয়া তখনকার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ এডভোকেট মো. আবু জাহির বারবার সংসদে এই হত্যাকান্ডের বিচারের দাবী জানিয়েছেন। কিন্তু কোন অগ্রগতি না হওয়ায় গত ২৮ এপ্রিল রাত ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকালে কিবরিয়া হত্যাকান্ডের বিচার দ্রুত করার দাবী জানান।