মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিন্ময় দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবীতে সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ॥ দাবী না মানলে দুর্বার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে-আল্লামা ওলিপুরী বানিয়াচঙ্গের বিথঙ্গল মাছুয়াটেক সেচ প্রকল্পের সাবেক ম্যানেজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা মাধবপুরে দুইটি দোকান পুড়ে ছাই নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত বিএনপি নেতা গাজী আফজল আর নেই ॥ জিকে গউছের শোক দুই দফা দাবী হবিগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের কর্মসূচি পালিত মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া যুবকের মৃত্যু গাজী আফজলের মৃত্যুতে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব এর শোক প্রকাশ নবীগঞ্জে মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ইয়াওর মিয়ার সহধর্মীনী সাবিরা খাতুনের ইন্তেকাল শহরতলীর আলম বাজারে স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ছোট বহুলায় সম্পত্তি নিয়ে দু’পক্ষের বিরোধের ২০ বছর পর নিষ্পত্তি

  • আপডেট টাইম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামে দু’পক্ষের সম্পত্তি নিয়ে দীর্ঘ ২০ বছরের বিরোধের ঘটনা নিস্পতি করা হয়েছে। গতকাল শুক্রবার এ বিরোধ নিস্পত্তি করে দেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম। এর মধ্যে আবারও ২টি পরিবারের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হলো। পুলিশ সূত্র জানায়, ছোট বহুলা গ্রামের দিদার আলীর ছেলে লোকমান মিয়ার সাথে একই গ্রামের গোলাপ মিয়া গংদের সাথে প্রায় ২০ বছর ধরে বাড়ী সংলগ্ন খাল ও বাড়ীর জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এছাড়াও আফিয়া খাতুনের কাছ থেকে ২০ বছর পূর্বে ২ শতক জমি ক্রয় করেন অভিযোগকারী লোকমান। কিন্তু আফিয়া বিক্রিকৃত ২শতক জায়গা লোকমানকে রেজিষ্টি করে দেননি। এ নিয়ে বিরোধের জের ধরে লোকমানের বাড়ির উপর দিয়ে আফিয়া খাতুনের বিদ্যুত সংযোগ বন্ধ করে দেন এবং তার জমির উপর দিয়ে আফিয়া খাতুনের পরিবারসহ তার পরিবারের লোকজনদের বাধা প্রদান করেন।
অপরদিকে অভিযোগকারী লোকমানের দাদা কাছ থেকে অবসরপ্রাপ্ত প্রাইমারি শিক্ষক হাজী আব্দুর রহমান প্রায় ২০ বছর পূর্বে ২৮ শতক জমি ক্রয় করেন। জমি রেজিষ্ট্রির পূর্বে লোকমানের দাদা মারা যান। পরবর্তীতে লোকমানের বাবা ও লোকমান অদ্যবর্তী পর্যন্ত জমি হাজী আব্দুর রহমানকে জমিটি রেজিষ্ট্রি করে দেয়নি। উল্লেখ্য, হাজী আব্দুর রহমান লোকমানের বাবা আপন মামা। সর্বপরি অভিযোগকারী লোকমান, আফিয়া খাতুন এবং হাজী আব্দুর রহমান একই পরিবারের লোক। জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় তাদের মধ্যে পরস্পর সম্পর্কের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়। এছাড়া লোকমানের বাড়ী সংলগ্ন সরকারী খাল দখল করে অপর পক্ষও লোকমানের সাথে বিরোধে জড়িয়ে পড়ে। গতকাল উভয় পক্ষ ও ছোট বহুলা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে সমঝোতা বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। বৈঠকে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করা হয়। বৈঠকে লোকমান মিয়ার আফিয়া খাতুনের কাছ থেকে ক্রয়কৃত ২ শতক ভূমি ফিরিয়ে দেন। অপরদিকে হাজী আব্দুর রহমানের ২৮ শতক জমিও রেজিষ্ট্রি মাধ্যমে ফিরে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অদ্যবতী হতে এ নিয়ে উভয় পক্ষ কোন বিরোধে জড়াবেন না মর্মে অঙ্গীকার করেন। অফিয়া খাতুন তার বাড়ীতে বিদ্যুৎ সংযোগে আর বাধা রইল না। সরকারি খাল উদ্ধার হলো। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন-আমি মনে করি সমাজে ছোটখাটো সমস্যাগুলো যদি সমাধান করা হতো তাহলে বড় বড় সমস্যা সৃষ্টি হতো না এবং সমাজে বিশৃংখলা ও সৃষ্টি হতো না। সমাজের সকলের উচিত ছোটখাটো সমস্যাগুলো চিহ্নিত করে যত দ্রুত সম্ভব সমাধান করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com