মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চিন্ময় দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবীতে সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ॥ দাবী না মানলে দুর্বার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে-আল্লামা ওলিপুরী বানিয়াচঙ্গের বিথঙ্গল মাছুয়াটেক সেচ প্রকল্পের সাবেক ম্যানেজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা মাধবপুরে দুইটি দোকান পুড়ে ছাই নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত বিএনপি নেতা গাজী আফজল আর নেই ॥ জিকে গউছের শোক দুই দফা দাবী হবিগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারি এসোসিয়েশনের কর্মসূচি পালিত মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অসচেতন অবস্থা উদ্ধার হওয়া যুবকের মৃত্যু গাজী আফজলের মৃত্যুতে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব এর শোক প্রকাশ নবীগঞ্জে মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি ইয়াওর মিয়ার সহধর্মীনী সাবিরা খাতুনের ইন্তেকাল শহরতলীর আলম বাজারে স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

লাখাইয়ে প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ॥ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মানপুর গ্রামের একটি প্রবাসী পরিবারকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। একটি নারী নির্যাতন থেকে অব্যাহতি পাওয়ায় আরেকটি নারী নির্যাতনের মামলা দায়ের করার ঘটনাও ঘটেছে। তাছাড়া প্রবাসী পরিবারের দেশে অবস্থানকারী লোকদের বিরুদ্ধে চুরি ছিনতাইসহ বিভিন্ন মামলা দায়েরেরও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি পরিবার।
জানা যায়, লাখাই উপজেলার মানপুর গ্রামের তোফায়েল আহমেদের পরিবারের সাথে সাবেক মেম্বার ইউসুফ আলীর পরিবারের লোকজনের গ্রাম্য বিরোধ রয়েছে। গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে ১৯৮৪ সাল থেকে অন্তত এক ডজন মামলা দায়ের করা হয়েছে তোফায়েল আহমদের পরিবারের লোকজনের বিরুদ্ধে। ১৯৮৪ সালে সিআর ১১৮/৮৪নং মামলাটি মিথ্যা হওয়ায় তা খারিজ করে দেন আদালত। এরপর আদালত থেকে একেকটি মামলায় খালাস পেলে বা আদালত মামলা খারিজ করে দিলে নতুন আরও একটি মামলা বসায় মৃত ইউসুফ আলী মেম্বারের পুত্র ও তার স্বজনরা। মামলা দায়েরের ক্ষেত্রে ইউসুফ আলী মেম্বারের পরিবারের সদস্যরাই শুধু বাদী হয়নি তার কাছের ও দুরের আত্মীয় স্বজনকেও হাতিয়ার হিসাবে মামলার বাদী বানানো হয়েছে।
২০১৮ সালে গোলবাহার নামের এক মহিলাকে দিয়ে তোফায়েল আহমেদ এর চাচা ফারুক আহমেদকে আসামী করে নারী নির্যাতনের (নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারা) মামলা দায়ের করা হয়। একই বছরের ২৩ অক্টোবর তারিখে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পান ফার”ক আহমদ।
২০১৯ সালে এসে ইউসুফ আলী মেম্বারের ভাতিজা শাহিন মিয়া বাদী হয়ে তোফায়েল আহমেদের বাবা মোশাররফ আহমেদের বিরুদ্ধে আরেকটি নারী নির্যাতনের (নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) ধারা) মামলা দায়ের করে। এবার ভিকটিম সাজানো হয়েছে সাড়ে তিন বছরের এক শিশুকে।
তোফায়েল আহমেদ বলেন- ইউসুফ আলী মেম্বারের পরিবারের সাথে আমাদের বিরোধ রয়েছে। সেই পরিবারের লোকজনের সাথে আমাদের কোনো উঠাবসা নেই। সেখানে কোনো একজন মহিলাকে ইভটিজিং করা কিংবা আমার বাবার মতো একজন বৃদ্ধ মানুষের দ্বারা তিন বছরের কোনো শিশুকে ইভটিজিং বা যৌন হয়রানী করা কতটা বিশ্বাসযোগ্য। আমাদের পরিবারের অনেক সদস্য জাপানেসহ বিভিন্ন দেশে আছেন, আমরাও ঢাকায় বসবাস করে থাকি, আমি নিজেও ঢাকায় পড়ালেখা করি তারপরও আমি বিভিন্ন মামলার আসামী। আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য, সমাজে হেয় করার জন্য ইউসুফ আলীর পুত্র আব্দুল হান্নান ও তার ভাইয়েরা এবং ঢাকায় অব¯’ানকারী তাদের ঘনিষ্টজনরা কলাকাঠি নাড়ছে।
তোফায়েল আহমেদ জানান- আমরা পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেছি। একজন উর্ধ্বতন কর্মকর্তা কিংবা পুলিশ সুপার স্বয়ং নিজে তদন্ত করলেও প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। মিথ্যা মামলায় আমরা বারবার হয়রানীর স্বীকার হলে আইনের শাসনের পরিপন্থী হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com