সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বানিয়াচঙ্গে ৩ দফায় শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমান সাড়ে ৩৪ কোটি টাকা

  • আপডেট টাইম বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার উপর দিয়ে গত ৭, ৮ এবং ২৫ এপ্রিল ৩ দফায় শিলা বৃষ্টিতে সরকারী হিসেবে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে সাড়ে ৩৪ কোটি টাকা। বানিয়াচং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে ক্ষতিগ্রস্থ জমি ও কৃষকের পরিমান নিরূপন করেছেন। ৩ দফায় শিলা বৃষ্টিতে যে সব এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো হলো, ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের হাওর, ২নং বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়নের হাওর, ৬নং কাগাপাশা ইউনিয়নের হাওর, ৩নং বানিয়াচং ইউনিয়নের হাওর, ৪নং বানিয়াচং ইউনিয়নের হাওর, ৯নং পুকড়া ইউনিয়নের হাওর, সুবিদপুর ইউনিয়নের হাওর, মন্দরী ইউনিয়নের হাওর। এসব ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ফলনের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৮৮৯ হেক্টর। তন্মধ্যে পরপর ৩ বার শিলা বৃষ্টিতে ৫ হাজার ৪৪০ হেক্টর ধানী জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রান্তিক ক্ষুদ্র, মাঝারী ও বড়সহ তিন শ্রেণীর ক্ষতিগ্রস্থ কৃষকের সংখ্যা নির্ধারন করা হয়েছে ১০ হাজার ৬৩৮ জন। ক্ষতিগ্রস্থ ৫ হাজার ৪৪০ হেক্টর ধানী জমির চাল এর হিসেব নির্ধারন করা হয়েছে ৯ হাজার ৪৫৩ মেট্রিকটন। যা বর্তমান বাজার মূল্যে দাঁড়ায় ৩৪ কোটি ৩৪ লাখ ১ হাজার ৮৪০ টাকা। বেসরকারী হিসেবে এ ক্ষক্ষতিগ্রস্থ কৃষক এ প্রতিবেদককে জানিয়েছেন।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারন অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক গোপাল চন্দ দাশ জানান, আমরা বানিয়াচংয়ের শিলা ঝড়ে ক্ষতিগ্রস্থ ইউনিয়নের জমি ও ধানের পরিমান নির্ধারন করেছি। ইতিমধ্যে এ তালিকাটি সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে পাঠানো হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে উপর মহলে পাঠানো হয়েছে। কবে কখন ওই সব ক্ষতিগ্রস্থ কৃষক সহায়তা পাবে তা আমরা বলতে পারব না। কৃষি ও কৃষককে বাঁচাতে হলে দ্রুত এ বিষয়ে সরকারের সহযোগিতা প্রয়োজন। ক্ষতিগ্রস্থ কৃষকদেরও দাবী দ্রুত যেন সরকার তাদের পুর্নবাসনের ব্যবস্থা করে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com