বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

হবিগঞ্জে দ্বিতীয় দিনে পুরোনো খোয়াই নদীর অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার পুরোনো খোয়াই নদীতে নির্মাণ করা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভেঙ্গে ফেলা হচ্ছে বিশাল অট্টালিকা। উচ্ছেদকৃতদের অনেকেই নিজেরাই নিজেদের স্থাপনা ভেঙ্গে ফেলছেন। এদিকে উচ্ছেদের ঘটনায় শহরবাসীর মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। শহরের শত শত মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে দিনভর এ উচ্ছেদ দেখছেন। অপরদিকে বিভিন্ন এলাকার অবৈধ দখলকারীদেরও কেউ কেউ গিয়ে আগ্রহ নিয়ে এ কার্যক্রম দেখছেন। তারা এখনও আশায় রয়েছেন হয়তো শেষ পর্যন্ত এ উচ্ছেদ না-ও চলতে পারে। হয়তো তারা পার পেয়ে যেতে পারেন। অনেকে আবার বিভিন্ন স্থানে দৌড়ঝাপ করেও কোন কূলকিনারা করতে পারেননি। আদালতে গিয়েও খুব সুবিধা করতে পারেননি। অবশ্য এ বিষয়ে ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ঘোষণা দিয়েছেন কাউকে ছাড় দেয়া হবেনা। পুরোনো খোয়াই নদীর এক ইঞ্চি ভূমি অবৈধ দখলে থাকা পর্যন্ত অভিযান চলবে।
জানা গেছে, হবিগঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া খোয়াই নদী এক সময় জেলা শহরের দুঃখের অন্যতম কারণ ছিল। নদীতে সামান্য পানি এলেই ভেসে যেতো পুরো শহর। ডুবে যেতো মানুষের বাড়িঘর। আবার বড় বড় নৌকাও চলতো এ নদী দিয়ে। শহরবাসীর এ দুঃখ লাঘবের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দুই দফায় ৫ কিলোমিটার এলাকা নদীর গতিপথ পরিবর্তন করা হয়। আর তখন থেকেই দফায় দফায় নদীটি দখল শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নদীটি দখলমুক্ত করার দাবিতে শহরবাসী বিভিন্ন সময় আন্দোলন করলেও কাজের কাজ কিছুই হয়নি। কয়েকবার শুধু নদীর সীমানা নির্ধারণের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। মাঝে মাঝে শুধু দু’য়েকটি স্থাপনা উচ্ছেদ হয়েছে। কিছুদিন যেতে না যেতেই সেখানে আবার অন্যদল এসে দখল করে নিয়েছে। বিশাল স্থাপনা নির্মাণ করে কেউ বসবাস করছে, কেউ ভাড়া গুনছে, আবার কেউ তা বিক্রি করে দিয়েছে। অবশেষে জেলা প্রশাসন শহরবাসীর দীর্ঘদিনের দাবি খোয়াই নদীটি উদ্ধারে উদ্যোগ নেয়। পরিকল্পনা অনুযায়ী সোমবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ভেঙ্গে ফেলা হচ্ছে বিশাল অট্টালিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com