নবীগঞ্জ প্রতিনিধি ॥ এলজিইডির অর্থায়নে নবীগঞ্জ-কাজিরবাজার সড়কের ছালামতপুর বাইপাস সড়কের পাকাকরন কাজ গতকাল মঙ্গলবার বিকেলে উদ্বোধন করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুািনম চৌধুরী বাবু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ এজিইডির নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সৈয়দুর রহমান, ওসি মোঃ জাহাঙ্গীর আলম, উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা জাপার সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, পৌর জাপার সভাপতি হাজী আব্দুর জব্বার, জাপানেতা শহীদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুকমান আহমদ খান, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক নাসির আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মির্জা হুসাইন আহমদ হামজা, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শিপন আহমদ, মুজিবুর রহমান প্রমুখ।