বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ॥ ঘোলডুবা হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরনসহ নানা অভিযোগে নবীগঞ্জের ঘোলডুবা এম.সি উচ্চ বিদ্যালয় ও ভোকেশনালের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন বরাবরে প্রেরিত এক পত্রে এ বরখাস্তের কথা জানানো হয়। সেই সাথে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জয়নুল আবেদীনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি স্বাক্ষরিত ওই পত্রে প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর প্রদান, অনুমোদন ব্যতিরেকে ছুটি ভোগ, দায়িত্ব পালনে অবহেলা, ম্যানেজিং কমিটির সভাপতির সাথে অসদাচরণ, ম্যানেজিং কমিটির প্রতি চরম অবজ্ঞা ও মিথ্যা অভিযোগ উত্থাপন, বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন, ২০১৮ সালের অডিট আপত্তির প্রতিবেদন নিষ্পত্তির জন্য সভা আহবান করেও নিজ কক্ষ তালাবদ্ধ করে বিদ্যালয় ত্যাগ, ব্যাংকে জমা না দিয়ে নগদ ৮০ হাজার ৪৬৫ টাকা নিজ হাতে রেখে বিধি বহির্ভূতভাবে খরচ করা, বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোন ভাউচার সংরক্ষণ না করা, ২০১৫-২০১৬ সালের আয়-ব্যয়ের হিসেবে ২ লক্ষ ৪০ হাজার ১০৬ টাকার কোন হিসাব না দিয়ে আত্মসাত করা, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর বিদ্যালয়ের আয়ের স্থিতি ১ লক্ষ ৭২ হাজার ৩৬৪ টাকা থাকলেও ২০১৭ সালের জানুয়ারি মাসে প্রারম্ভিক জের ১ লক্ষ ৭২ হাজার ৩৬৪ টাকার পরিবর্তে বিদ্যালয়ের ক্যাশবুকে ১৭২ টাকা এন্ট্রি করে বাকী টাকা আত্মসাত, শেভরন কর্তৃক প্রদত্ত ২০১৪-২০১৮ সাল পর্যন্ত ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা বিদ্যালয়ের আয় দেখানো হলেও বেতন প্রদান হিসেবে ১২ লক্ষ ৩৯ হাজার টাকা দেখানো হয়েছে, বাকী ১ লক্ষ ২৬ হাজার টাকার কোন হিসাব স্কুল তহবিলে না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে গত ১১ সেপ্টেম্বর মোঃ কামাল উদ্দিনকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখান্ত করা হয়েছে বলে জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com