নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের ইন্সেপেক্টর উত্তম কুমার দাশ, এসআই ফখরুজ্জামানসহ পুলিশ ও শ্রমিকের উপর সহ বহু অপকর্মের হুদা মুছার ফাঁসি দাবীতে বিক্ষোভ করেছে নবীগঞ্জ-টু-আউশকদান্দি শ্রমিক সংগঠন। শুক্রবার সকালে তারা এই বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরেরর বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হন। নবীগঞ্জ শ্রমিক সংগঠনের সভাপতি রায়হান চৌধুরীর সভাপিত্বে ও স্ট্যান্ডের ম্যানেজার মিন্টু চৌধুরী ও আউশকান্দি শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক রোমান আহমদ এর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন ফারুক মিয়, কুর্শি শ্রমিক সংগঠনের সভাপতি লেচু মিয়া, বাংলাবাজার শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক দুরুদ মিয়া, গুলশান মিয়া, নয়মৌজা শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আলী নুর, আব্দুস সালাম, পাপ্পু মিয়া, সুজন, দিলাওর, হুমায়ুন আহমেদ, আবজল, সুজন, তছু, আনহার, স্বপন, বাছিত, ফয়েজ, মুবিন, শাহ আলম, আজিজুর, অপু প্রমুখ। বক্তরা বলেন, মুসা সঙ্গীরাসহ তার মদদতা সকলে গ্রেফতার করে আইনের আওতায় এনে মুসার ফাঁসিসহ অন্যান্যদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান।