নবীগঞ্জ প্রতিনিধি ॥ সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃর্শত মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেছে নবীগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, রহুল আমিন রফু, ছালিক আহমেদ চৌধুরী, ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, সাইফুর রহমান মালিক, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মনর উদ্দিন, উপজেলা যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, বিএনপি নেতা এনাম উদিন, মনসুর আহমেদ, আব্দুল কাদির, ওয়াসির মিয়া চৌধুরী, ইসলাম উদ্দিন, হাজ্বি সরাজ মিয়া, হারুন মিয়া, পৌর যুবদল নেতা মোঃ আলমগীর মিয়া, আবুল খায়ের টিসা, ওয়েস আহমেদ চৌধুরী, আলীনুর পাশা, ফারছু মিয়া, শায়েল আহমেদ প্রিন্স, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদ্জুামান চৌধুরী, ছাত্রদল নেতা শেখ শিপন আহমেদ, শেখ আলিফ উদ্দিন, লিমন আহমেদ, কফিল উদ্দিনসহ নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, স্বাধীন দেশে এখন এক দলীয় শাসন চলছে। আন্দোলন সংগ্রাম ছাড়া এই অবৈধ সরকারের বন্দিশালা থেকে বেগম খালেদাকে মুক্তি করা যাবে না। তাই সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ।