মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকালে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হওয়া টুর্নামেন্টে ১৫ টি ইউনিয়ন দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বানিয়াচং সদর উত্তর-পূর্ব ইউনিয়ন বণাম দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ দল। খেলায় ১-০ গোলে জিতেছে দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন হাজারো দর্শক। উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ইউএনও মোঃ মামুন খন্দকার’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক, বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের আহ্বায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, দক্ষিণ-পশ্চিম চেয়ারম্যান রেখাছ মিয়া, উত্তর-পশ্চিম চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, কাগাপাশা চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি এজেডএম উজ্জল, সেক্রেটারী রিপন চৌধুরী প্রমূখ।