স্টাফ রিপোর্টার ॥ ১৪ বছর পর বকেয়া বিদ্যুত বিলের মামলার পলাতক আসামী আবুল কাশেম ওরফে কাশেম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে হবিগঞ্জ সদর উপজেলার তিতখাই-কার্শিপুর গ্রামের বাসিন্দা। গতকাল রবিবার বেলা ২টার দিকে হবিগঞ্জ শহরের প্রধান সড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে কোর্টস্টেশন ফাঁড়ির এএসআই আব্দুল হান্নানের নেতৃত্বে একদল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আবুল কাশেম ওরফে কাশেম আলীর বকেয়া বিদ্যুত বিল থাকায় সিলেট বিদ্যুত উন্নয়ন বোর্ডের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২০০৫ সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে কাশেম আলী পলাতক ছিলেন। অবশেষে ১৪ বছর পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।