মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে। শনিবার উপজেলার কমলপুর ও সমজদিপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মুরশেদ আলম।
পুলিশ পরিদর্শক মুরশেদ আলম জানান, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার ভোর ৬টার দিকে সমজদিপুর গ্রাম থেকে ওই গ্রামের মুতি মিয়ার ছেলে ডাকাত আজিজুলকে গ্রেফতার করেন। অপর দিকে সকাল ১০টার দিকে কমলপুর গ্রামে অভিযান চালিয়ে ইদ্রিস আলীর ছেলে ডাকাত মানিক মিয়াকে গ্রেফতার করেন। পুলিশ পরিদর্শক মুরশেদ আলম আরো জানান ধৃত দুজনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।