ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দ-মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দিনারপুর উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো উপজেলার সর্ববৃহৎ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার স্টলগুলোতে চমক হিসেবে ছিল বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কারের নানা প্রজেক্ট।
(৭সেপ্টেম্বর) শনিবার সকাল থেকে উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ৭০টি স্টলে দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত বিভিন্ন ধরণের প্রায় ৩৫০টি প্রজেক্ট প্রদর্শন করেন। দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পদচারণায় মুখর ছিল দিনারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। প্রদর্শিত ৩৫০ প্রজেক্ট প্রকল্পের মধ্যে উল্লেখ্য যোগ্য প্রজেক্ট হচ্ছে, রেইন এর্লান, হাইড্রোলিক ক্রেন বা লিফট,স্মার্ট হোম, এটিএম ব্যুথ, মেডিকেল কর্নার, খাদ্য ফিরামিট (ফ্রেস খাবার প্রদর্শন), ডিএনএ মডেল, একটি বাড়ি একটি খামার, আদর্শ বিদ্যালয়, পলিথিন থেকে জ্বালানি উৎপাদন, বাতাশ থেকে বিদ্যুৎ তৈরি, ওভার লোড ডিকেক্টর, মাছ হাস মুরিগের একত্রিত চাষ, টুথ পেস্ট তৈরি, এলোবেরা তেল তৈরি, সাবান তৈরি, নারিকেল তেল তৈরি, মহেশা চার্জার।
শনিবার সকালে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। পরে শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে সংসদ সদস্য বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, দিনারপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান, পরিচালনা কমিটির সদস্য শফিউল আলম বজলু, শাহ আনিস আলী, জমশেদ আলী, গোলাম ইজদানী শামীম, সাফিয়া ইয়াছমিন, গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, সাধারণ সম্পাদক মাহমুদ মিয়া, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাবের আহমেদ চৌধুরী গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম, শেখ মাসুদ, শাহ তোফায়েল আহমেদ, ইউপি সদস্য গোলাম মর্তুজা স্বপন, শাহ জুবায়ের আহমেদ, মোশারফ মিটু, জাহেদুজ্জামান তুলাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষকরা জানান, মেলায় শিক্ষার্থীদের ছোট ছোট আবিস্কার যে কাউকে অভিভূত করবে। বিজ্ঞানের বিভিন্ন শাখার আবিস্কার মেলায় স্থান পেয়েছে এই মেলায়। পরিদর্শন শেষে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, সত্যিই আমি আজ গর্বিত, এই বিজ্ঞান মেলায় অনেক কিছু দেখলাম, দিনারপুর স্কুল থেকেই আগামীদিনে নতুন কিছু আবিষ্কার করে শিক্ষার্থীরা দিনারপুরের তথা হবিগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদী। এছাড়াও আগামীতে বিজ্ঞান মেলা আয়োজনে সব ধরণের সহযোগীতা করার আশ্বাস দেন এমপি।
দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার বলেন, ১ম বারেই মেলায় সাড়া জাগিয়েছে। প্রতি বছরই শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে। যারা মেলা দেখছে তারাও বিজ্ঞানের প্রতি উৎসাহিত হচ্ছে। এভাবেই একদিন সত্যিকারের বিজ্ঞানী তৈরী হবে। সরকারি সহযোগীতা পেলে আগামী বৎসর বৃহৎ আকারে বিজ্ঞান মেলা আয়োজনে করবেন বলে জানান এ শিক্ষক।