নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বরকতপুর ও দৌলতপুর গ্রামবাসীর পক্ষ থেকে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপিকে পৃথক পৃথক ভাবে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বরকতপুর গ্রামের মসজিদ মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু প্রমূখ।
অন্য দিকে সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পক্ষ থেকে দৌলতপুর গ্রামে অপর একটি গণ-সংবর্ধনা দেয়া হয়। ওয়ার্ড মেম্বার দিপ্তেন্দু দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।