সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

মাধবপুরের মাদক ব্যবসায়ী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শ্রীমঙ্গলে রেলওয়ে থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাজাসহ মোঃ আব্দুর রহমান রাসেল (১৯) নামে এক যুবককে আটক করা করেছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে থানা ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে রেলওয়ে প্লাটফর্ম থেকে গাজা সহ যুবক কে আটক করা হয়। আটকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৈতন্যপুর এলাকার বাসিন্দা। রেলওয়ে থানা ওসি মোঃ আলমগির হোসেন জানান, আটককৃত যুবক ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা ১০নং মেইল ট্রেন করে গাজা নিয়ে শ্রীমঙ্গল রেল স্টেশনে অবস্থান করলে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com