ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে ৭টি গরু ও ২টি ছাগল পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডের জন্য প্রতিপক্ষকে দায়ী করছে ক্ষতিগ্রস্ত পরিবার। তাদের দাবী প্রতিপক্ষ পেট্রোল ঢেলে আগুন দিয়েছে তাদের ঘরে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের জফর মিয়ার গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত জফর মিয়া বলেন, প্রতিদিনের ন্যায় তিনি তার গোয়াল ঘরে তালা দিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় পৌনে তিনটার দিকে গোয়াল ঘরে কে বা কারা আগুন দেয়। গরুর চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান ততক্ষণে গোয়াল ঘর সহ আগুনে পুঁড়ে ছাই হয়ে যায় ১টি ষাড়, ৪টি গাভী, ২টি বাছুর এবং ২টি ছাগল। এ ঘটনার জন্য জফর মিয়া দাবি করেন, প্রতিপক্ষের লোকজন পেট্রোল দিয়ে তার গোয়াল ঘরে আগুন লাগিয়ে নারকীয় ঘটনা ঘটিয়েছে। তিনি এর সঠিক বিচার দাবি করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে।