আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা রুটে যাত্রীবাহী সিএনজি-মিশুক সংঘর্ষে ১ জন নিহত ও বিশিষ্ট আইনজীবী জিল্লুর রহমান চৌধুরীসহ ৪ যাত্রী আহত হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার আজমিরীগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি শিবপাশার সবুজগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজিটি বেলা সোয়া ২ টার দিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি দাস (বীর উত্তম) ব্রীজের অদূরে পৌছুলে একই সময় বিরাট ভাটিপাড়া গ্রাম থেকে যাত্রী নিয়ে একটি মিশুক ওই রাস্তায় উঠার সময় সিএনজি সাথে ধাক্কা লাগে। এতে ৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হচ্ছে- শিবপাশার যশকেশরী গ্রামের বিশিষ্ট আইনজীবী মোঃ জিল্লুর রহমান চৌধুরী (৬২), আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর গ্রামের মোঃ আলমগীর (৫০), যশকেশরী গ্রামের মোঃ আব্দুল হেকিম ওরফে আব্দুল আজিম (৬০) ও খেলন রানী (৪৫)। এদিকে অবস্থার অবনতি হলে আহত আব্দুল হেকিম ওরফে আব্দুল আজিমকে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত প্রায় ৮ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।